বুধবার কসবা পরিবহণ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ক্যাব মালিকরা। সরকারি অফিসে দীর্ঘ ১২ বছর ধরে কোন ভাড়া বাড়েনি, ভাড়া বৃদ্ধি করা, রোড ট্যাক্সের পেনাল্ট্রি মুকুব করা সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ করা হয়। দিন দিন জিনিস পত্রের দাম বেড়েই চলেছে তা সত্বেও ভাড়া বাড়ানো হচ্ছে না। রাস্তা ঘাটে পুলিশের দ্বারাও প্রায়সই হেনস্তা হতে হয় বলেও অভিযোগ করেন তারা।
