গত তিন দিন ধরে দিল্লি সীমান্তের কাছে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক। সোমবার রাজধানীতে কৃষকদের দিল্লি রোকো কর্মসূচী। সকাল থেকেই আন্দোলনের মাত্রা বাড়াচ্ছে কৃষকরা। সাথেই কৃষকরা তাদের এই কর্মসূচির অঙ্গ হিসেবে চাক্কা জ্যামেরও প্রস্তুতি করেছে। কৃষকদের এই আন্দোলন ঘিরে রাতে একদফা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ জেপি নাড্ডা ও নরেন্দ্র সিংহ তোমর। সূত্রের খবর, এই বৈঠকে কোনো সুরাহা হয়েনি। তাই ফের আবারও এরবার বৈঠকে বসেছেন তারা। তবে বৈঠকে যাই হোক কৃষকরা তাদের দাবি-দাওয়া থেকে সরতে এখনও নারাজ।
