বিধানসভা নির্বাচনের আগে শাসক দলে একের পর এক ভাঙন। তৃণমূল থেকে পদত্যাগ করেছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। মঙ্গলবার বারুইপুরে বিজেপি বিশাল জনসভা ও যোগদান মেলার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। এই সভাতেই বিজেপি-তে যোগদান করলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার-সহ অনেকে। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়, রাজিব ব্যানার্জি প্রমূখ। বারুইপুরে যোগদান মেলায় যাওয়ার পথে শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাল তৃণমূল। পদ্মপুকুর এলাকায় ওই ঘটনা ঘটে। তবে তা নিয়ে কোনও গোলমাল বা সমস্যা হয়নি। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে নির্বিঘ্নেই সভাস্থলে পৌঁছন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী। কিন্তু যোগদানের পর্ব সরিয়ে রাখলে বাকিটা পুরোই রাজনৈতিক আক্রমণ সংক্রান্ত। বারুইপুরের সভা থেকে রাজ্য সরকার এবং প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজীব-শুভেন্দু।
