কমছে দৈনিক সংক্রমনের হার। বাড়ছে সুস্থতার হার। নতুন বছরে সপ্তাহের প্রথম দিন আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,৫০৫ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২১৪ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১৯ হাজার ৫৫৭ জন। মোট সুস্থতার সংখ্যা সাড়ে ৯৯ লক্ষের কাছাকাছি। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৩ লক্ষ ৪০ হাজার ৪৭০। করোনামুক্ত হয়ে ফিরেছেন মোট ৯৯ লক্ষ ৪৬ হাজার ৮৬৭। দেশে মোট করোনায় মৃত্যু ১ লক্ষ ৪৯ হাজার ৬৪৯ জন।
