গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে,শাড়ি তৈরি করার পাওয়ার লুম মেশিনের মোটরে চাদর জড়িয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় নদিয়ার শান্তিপুরের বাসিন্দা কল্যাণী ঘোষের। পরিবার সূত্রে জানা গিয়েছে,কল্যাণী ঘোষ প্রতিদিনের মতো শনিবারও তার বাপের বাড়িতে পাওয়ার লুম মেশিনে শাড়ি তৈরির কাজে গিয়েছিলেন। এরপর দুপুর দেড়টা নাগাদ অসাবধানতা বশত ওই পাওয়ার লুম মেশিনে তার গায়ের চাদর জড়িয়ে যায়। চেঁচামেচি শুরু হতেই ছুটে আসে বাপের বাড়ির লোকজনেরা। এসে দেখে ওই
গৃহবধূ কল্যাণী ঘোষ শ্বাস রুদ্ধ অবস্থায় পাওয়ার লুম মেশিনের মটরের পাশে পড়ে রয়েছে। তড়িঘড়ি বাপের বাড়ির লোকজনেরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
