করোনা এরাতে নতুন বছরের প্রথম দিন দর্শকশূণ্য থাকবে দক্ষিণেশ্বর মন্দির। প্রতিবছর ১ জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়। ভক্তদের দীর্ঘ লাইন পড়ে আগের রাত থেকেই। দিনভর চলে পুজো দেওয়া। তবে এই বছর সেই সব কিছু থেকে বিরত থাকবে দক্ষিণেশ্বর মন্দির। কোভিড পরিস্থিতির জেরে এই সিদ্ধান্ত নিল দক্ষিণেশ্বর মন্দির অছি পরিষদ। অছি পরিষদের দাবি, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই কঠিন হয়ে যাবে। তাই সকলের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।
