বাগুইআটির সাহাপাড়ায় নব তরুণ সংঘের পরিচালনায় ১২ এবং ১৩ ই ডিসেম্বর দু’দিনব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্যোক্তা সুরজিৎ সাহা জানান, মূলত অনাথ শিশুদের পাশে থেকে তাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যেই এই প্রচেষ্টা এবং এই বছরেই টুর্নামেন্ট পঞ্চম বর্ষে পদার্পণ করল। ক্রিকেট টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র শ্রী তাপস চ্যাটার্জি ও স্থানীয় পৌর প্রতিনিধি মনিশ মুখার্জি, পৌরসভার অন্য পৌরপ্রতিনিধি কস্তুরী চৌধুরী। ডেপুটি মেয়র তাপস বাবু জানান যে এই নব তরুণ সংঘের সঙ্গে তার আত্মিক সম্পর্ক বহুদিনের,এবং তিনি গর্ববোধ করেন এই ক্লাব সারাবছর নানারকম সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। তিনি আরো জানান অনেক প্রতিযোগিতায় তিনি দেখেছেন কিন্তু অনাথ শিশুদের কথা মাথায় রেখে তাদের সহযোগিতার মাধ্যমে এই ধরনের প্রতীকী টুর্নামেন্ট তার দেখা এক বিরল দৃষ্টান্ত।
