অপেক্ষার অবসান। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবারই দুপুরে রাজ্যে এসে গেছে কোভিশিল্ড করোনা ভ্যাকসিন। ভ্যাকসিনগুলি প্রথমে বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরেআসে। তাপর সেখান থেকে রাজ্যের কোল্ড স্টোরেজ পয়েন্টগুলিতে পৌঁছে দেওয়া হয়। সূত্রের খবর আপাতত ৬৮ হাজার ৯০০ ভায়াল পাঠিয়েছে কেন্দ্র। তাতে ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ দেওয়া সম্ভব হবে। সাথেই জানা গিয়েছে, আপাতত রাজ্যে চার হাজার ভ্যাকসিনেশন পয়েন্ট বা টিকাকরণ কেন্দ্র থাকবে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বে থাকবেন চার টিকা অফিসার।
