করোনা ভারতে আসার পর থেকেই কাউকে ফোন করলেই শোনা যায় কোভিড সতর্কবার্তা। এই সতর্কবার্তা নিয়ে আগেই সমস্যা প্রকাশ দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এবার সমস্যা অমিতাভ বচ্চনের কণ্ঠে। কিন্তু এবার থেকে কোভিড সতর্কবার্তা আর শোনা যাবে না অমিতাভ বচ্চনের কণ্ঠে। তার বদলে এবার শোনা যাবে এক নারীকণ্ঠ। জসলিন ভল্লা নামের এক মহিলার সেই দায়িত্ব পান অমিতাভ বচ্চনের বদলে।
