পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোভিড ১৯ ভ্যাকসিনেশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম ডোজ মঙ্গলবার পুলিশ কর্মীদের দেওয়া হল। এদিন জেলা পুলিশ হাসপাতালে, পুলিশ কর্মী ও আধিকারিকদের প্রথম ডোজ দেয় স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, যাদের প্রথম ডোজ দেওয়া হলো, আবার ২৮ দিন পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সারাদিন ধরেই পুলিশ লাইন হাসপাতালে চলে এই টিকাকরণ কর্মসূচি। ৪১ জন পুলিশ কর্মীকে প্রথম ডোজ দেওয়া হয়।
