শনিবার গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল করোনা ভাইরাসের টিকাকরন কর্মসূচি। গত তেশরা জানুয়ারি কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, জোড়া টিকায় অনুমোদন দেয় কেন্দ্র৷ শনিবার সকালে সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। একদিন যেতে না যেতেই দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ করে দেওয়া হল করোনা টিকাকরনের প্রক্রিয়া। সূত্রের খবর, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, করনাটক ও ওডিশার মতন রাজ্যে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে করোনা টিকাকরনের প্রক্রিয়া। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ভ্যাকসিনের পর কোন পাশ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখার পাশাপাশি, কো-উইন অ্যাপে কিছু ত্রুটি পাওয়া দরুন টিকাকরণ বন্ধ রাখা হয়েছে।
