বেলদা গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল প্রথম প্রতিষেধক নিয়ে শুরু করেন করোনা টিকা কর্মসূচির। শনিবার বিকেল চারটে পর্যন্ত ৬৩ জন স্বাস্থ্য কর্মী করোনার প্রতিষেধকের প্রথম ডোজ নিয়েছেন। বেলদা হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা জানান, ভ্যাকসিন নেওয়ার পর কোনও প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। এদিন ভ্যাকসিন নেওয়ার পর সব কিছু ঠিকঠাক হয়েছে বলেই দাবি করে ব্লক স্বাস্থ্য দফতর।
