মঙ্গলবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল করোনা ভ্যাকসিন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সুস্থতার হারও বেড়েছে। যত তাড়াতাড়ি ভ্যাকসিন আসবে, তত তাড়াতাড়ি কেন্দ্রের সঙ্গে সংযোগ রেখে টিকাকরণ শুরু করতে প্রস্তুত রাজ্য সরকার। পাশাপাশি তিনি জানান, রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যাও অনেকটাই কমেছে। তবে প্রসঙ্গত, দিল্লির কোভিড পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগ জনক রয়েছে।
