করোনা সংক্রান্ত সচেতনতা রয়েছে সকলের মুখে মুখে। তবুও জনমানবপূর্ণ রাস্তার পাশে পড়ে রয়েছে পিপিই কিট, মাস্ক, এবং ব্যবহার্য্য কিছু পোশাক। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুরের শ্যামবাজারে। জানা গেছে ৬২ বছরের এক বৃদ্ধ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন। কোভিড হাসপাতালেই গতকাল রাতে তিনি মারা যান। রবিবার সকালে এক যুবককে তার ব্যবহার্য পিপিপি কিট মাস্ক এবং কিছু পোশাক বাড়ি থেকে কিছুটা দূরে ফেলতে দেখেন এলাকাবাসী। পৌরসভার পক্ষ থেকে ওই স্থানে কোন ডাস্টবিন বা ড্রেনের ব্যবস্থা না থাকায় অনেকেই বিভিন্ন আবর্জনা ফেলে যান তাই কোনো সন্দেহ প্রকাশ করেনি কেউই। কিন্তু বেলা গড়াতেই, ওই জিনিস গুলি যে বৃদ্ধার তা স্পষ্ট হয়। এরপর এলাকাবাসীর পক্ষ থেকে শান্তিপুর পৌরসভায় জানালে, প্রাক্তন কাউন্সিলর অন্য পৌর কর্মীরা বিষয়টিকে গুরুত্ব দেন না, এমনই বক্তব্য এলাকাবাসীর। বেলা দুটো পর্যন্ত ওই সামগ্রী গুলি ওখানেই পরে থাকে!
