বছর শেষ হওয়ার আগে স্বস্তির খবর। দেশে কিছুটা কমল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২৭৯ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রমণ পৌঁছে গিয়েছে ১ কোটি ১ লক্ষ ৮৭ হাজার ৮৫০ জনে। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৬২২ জনের। দেশে মোট আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৬৯০ জন। করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৯৭ লক্ষ ৬১ হাজার ৫৩৮ জন। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ।
