করোনার রেশ থেকে বাদ যাচ্ছে না কেউই। একের পর এক অভিনেতা থেকে সাধারন মানুষ, নেতা মন্ত্রী কেউই বাদ যাচ্ছেন না। এবার করোনার আক্রান্ত শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি। জানা যাচ্ছে, অল্প জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের ভিআইপি কেবিনে ভর্তি রয়েছেন তিনি। তাঁকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
