বৃহষ্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন মাঝেরহাটের নতুন ৪ লেনের নতুন জয় হিন্দ সেতু। সেতু উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে কটাক্ষ করার পাশাপাশি নানা বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি কলকাতাবাসীকে তিনটি নতুন সেতুর উপহার দেওয়ার সুসংবাদ শোনান। সেতুগুলি হবে গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে নিউ মার্কেট, তারাতলা-টালিগঞ্জ-আনোয়ারশাহ এবং পার্কসার্কাস-বালিগঞ্জ ফাঁড়ি। সেতু
প্রসঙ্গেই তিনি বলেন, কলকাতায় যানজট আর প্রায় থাকবেই না। গাড়ির গতি বাড়লে জীবনেরও গতি বাড়বে। সাথেই তিনি অনুরোধ জানান, নতুন সেতু দিয়ে সকলে যেন সাবধানে গাড়ি চালান।
