একুশে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় শিল্পায়ন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সংবাদিক সম্মেলন করে জানান একথা। একইসঙ্গে মেদিনীপুর, ঝাড়গ্রামের মানুষের জন্য বড় কর্মসংস্থানের ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও তাজপুর সমুদ্র বন্দর, সিঙ্গুরে অ্যাগ্রো পার্ক, পানাগড়ে বিনিয়োগের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর আশা, এর ফলে বাংলার যুব সম্প্রদায়ের যেমন কর্মসংস্থান হবে, তেমনই পরোক্ষভাবে আরও শিল্প গড়ে ওঠার সুযোগ পাবে।
