কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কনটেনমেন্ট জোন গুলিতে বন্ধ থাকবে বাজার। শীতে বাড়তে পারে সংক্রমন। সব দিক বিবেচনা করে এই নির্দেশ কেন্দ্রের। এছাড়া দোকানদারদের কেন্দ্রের পরামর্শ তাঁরা যাতে সরাসরি জনতার সংস্পর্শ এড়িয়ে চলেন। সোমবার স্বাস্থযমন্ত্রকের বিবৃতিতে এই কন্টেনমেন্ট জোনে বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়, কন্টেনমেন্ট জোনের বাইরে দোকান বাজার খোলা যাবে। এদিনও আবারও অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ জানায় কেন্দ্র। পাশাপাশি ৬৫ বছর বয়সি বয়স্কদের বড়িতে থাকতে বলা হয়।
