ফেসবুক, টুইটারের পর বন্ধ হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল। নূন্যতম সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্পের ইউটিউব চ্যানেল। গুগল পরিচালিত ইউটিউব জানিয়েছে, চ্যানেলের প্রাইভেসি পলিসি মেনে না চলায় এবং সম্প্রতি চ্যানেলে আপলোড হওয়া বিষয় থেকে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সে জন্যই এই পদক্ষেপ। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য এই চ্যানেলের কোনও কনটেন্টে কমেন্ট করার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
