নদিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিত্ বিশ্বাস হত্যা মামলায় মুকুল রায়ের বিরুদ্ধে শনিবার অতিরিক্ত চার্জশিট দাখিল করল সিআইডি। প্রসঙ্গত এর আগেও রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের নাম জড়িয়ে পড়েছিল। গত বছর ৯ ই ফ্রেব্রুয়ারী সরস্বতী পুজোর স্থানীয় একটি অনুষ্ঠানে খুন হয় তৃনমুলের কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। তার পর একের পর এক বিজেপির নেতাদের নাম জড়াতে থাকে। এবিষয়ে জগন্নাথ সরকার বলেন মুকুল রায়ের নাম আগেই জড়িয়ে ছিল এই খুনে। তবে সে সময় শাসক দল চেয়েছিল মুকুল রায়ের নাম জড়িয়ে দিলে হয়তো তিনি ফের তৃনমুলে ফিরে আসবেন। কিন্ত না আসলে মুকুল রায় একজন খাটি বিজেপি সেটাই প্রমান। এখন দেখার এই মামলার গতি প্রকৃতি কতটা এগোয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
