আর মাত্র এক মাস পরই বড়দিন এবং বর্ষবরণের উৎসব শুরু, এই বছর করোনার জেরে সব উৎসবেই ভাটা পড়েছে। করোনাকালে বড়দিন এবং বর্ষবরণে কি করে দূরত্ববিধি মানা হবে সেই পরিকল্পনাই শুরু করে দিয়েছে কলকাতা পুলিস। এই উৎসব মানেই পার্ক স্ট্রিট এবং আরও বেশ কিছু এলাকায় মানুষের সমাগম অনেকটাই বেশি হয়ে থাকে। এই বছর যাতে পার্ক স্ট্রিট ও সংলগ্ন অঞ্চলে অতিরিক্ত ভিড় না হয়, তার জন্য পরিকল্পনা শুরু করছে পুলিশ। এবছর পুলিশের ভাবনা বড়দিন ও বর্ষবরণে মানুষের পারস্পরিক দূরত্ব বজায় রাখা। করোনা পরিস্থিতিতে এই উৎসব ভার্চুয়াল পদ্ধতিতে হওয়া অনেক বেশি নিরাপদ বলে মনে করছে কলকাতা পুলিস।
