বছর প্রায় শেষের পথে। এবার গোটা বছরেই করোনার প্রকোপ ভরপুর। প্রতিটি অনুষ্ঠানেই ছিল একাধিক বিধি নিষেধ। তবে বড়দিনে কিছুটা হলেও স্বস্তি সকলের। সমগ্র বিশ্বে কোভিড গাইড লাইন মেনেই পালিত হচ্ছে এবছরের বড়দিন। পাশাপাশি কলকাতার সেন্টস পল ক্যাথিড্রাল চার্চেও কোভিড বিধি মেনে প্রতি বছরের মতো মধ্যরাতের পরে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়। এবং চার্চের গেটের সামনে রয়েছে করোনা সম্পর্কিত সাবধান বানী। চার্চ কর্তপক্ষ জানিয়েছে, প্রতিবছর ক্রিসমাসে দুই লক্ষেরও বেশি ভক্ত আসতেন, তবে এবার বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এবার কোনও ভিভিআইপি-কে এই চার্চে আমন্ত্রণ করা হয়নি। একই সঙ্গে প্রবেশদ্বারে ভিড় নিয়ন্ত্রণ করতে দিল্লি পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
