রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, রাজ্যের সমস্ত পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে। আগামী পয়লা ডিসেম্বর থেকে এই ঘোষণা কার্যকর হবে৷ তবে অন্য কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতায় থাকলে এই সুবিধে পাওয়া যাবে না বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের প্রতিটি পরিবারকেই স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেওয়া হবে৷ স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেখালে বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে৷ প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাওয়া যাবে এই প্রকল্পে৷ উল্লেখ্য,ভেলোরের হাসপাতালগুলি, এইমস-এর মতো হাসপাতালেও এই কার্ডের সুবিধে পাওয়া যাবে৷
