‘দুয়ারে সরকার’ কর্মসূচীর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’। সোমবার বোলপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে তিনি ‘পাড়ায় পাড়ায় সমাধান’ এক নতুন কর্মসূচীর ঘোষণা করেন। ২রা জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচী চলবে। এই নয়া কর্মসূচী বাস্তবায়নের জন্য আলাদা টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সাথেই প্রত্যেকটি পাড়ার যে কোন ছোট সমস্যার সমাধানও এই কর্মসূচীর আওতাধীন হবে। এছাড়াও ছোট ছোট প্রকল্প এবং এলাকার রাস্তা নির্মানও এই কর্মসূচীর আওতাভুক্ত। নয়া প্রকল্প ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে করোনা বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন। পাশাপাশি একই সময়ে রাজ্য বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করোন দিলীপ ঘোষ। সাংবাদিক সম্মেলনের মধ্যে বেশ কয়েকজনের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ। এছাড়া তিনি আর কি জানালেন, তা শোনাবো আপনাদের।
