সাধারণ মানুষের পর এবার স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার লাইনে দাঁড়িয়ে এই কার্ড গ্রহণ করলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পুর প্রশাসক ফিরহাদ হাকিমসহ অন্যান্য আধিকারিকরা। আর পাঁচটি সাধারণ মানুষের মতই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিলেন তিনি। তবে তাঁর ব্যক্তিগতভাবে স্বাস্থ্য বিমা থাকলেও, ১০ কোটি মানুষের ‘সাথী’ হওয়ার লক্ষ্যেই স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন তিনি।
