নিজের হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে এখন উত্তর-বঙ্গের সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চার দিনের সফরে আজ তৃতীয় দিন। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মী সভায় যোগ দিয়ে দলত্যাগীদের বিরুদ্ধে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃনমূল নেত্রী। এদিন কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির তীব্র বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রী বলেন যাঁরা ভোগী, তাঁরাই দল ছেড়ে যাচ্ছেন। যাঁরা যাবেন, চলে যান। কেন্দ্র সরকার যে বাজেট করছে সেটা জনবিরোধী বাজেট। রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তৃণমূল সরকারই করেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বিজেপিকে নিশানা করে আরও বলেন, আমরা চাই শান্তি, আর ওরা চাই দাঙ্গা।