নতুন কর্মসূচী রাজ্য সরকারের। সোমবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে ‘দুয়ারে দুয়ারে সরকার’ নামক এক কর্মসূচীর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানান,পয়লা ডিসেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় প্রতিদিন বেলা ১২ টা থেকে বেলা ৩টে পর্যন্ত রাজ্যের ব্লকে ব্লকে প্রশাসনের তরফে ক্যাম্প করা হবে। ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে মানুষ প্রশাসনের কাছে যে অভাব, অসুবিধার কথা তুলে ধরবে, তা সঙ্গে সঙ্গে সমাধান করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিগত ন’বছরের রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বলেন, আগামী জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। বাঁকুড়ায় শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিরসা মুণ্ডার জন্মদিনে ছুটি থাকবে রাজ্যে৷ এছাড়াও এদিন বৈঠকে তিনি বিজেপি কে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর আশঙ্কা ভোটের আগে দাঙ্গা লাগানোর চেষ্টা হতে পারে’।
