শিবপুর সর্দারপাড়া গঙ্গার ধারে থাকা ১৫ টি পরিবারের সদস্যরা বহুদিন অসহতায় দিন কাটাচ্ছিলেন। বুধবার গ্রাম বাসীদের সূত্রে জানা যায় নদিয়ার পায়রাডাঙা এইম ফাউন্ডেশন চ্যারিটি ট্রাস্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন লক ডাউনের পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়ায়। একদিকে গঙ্গার তীরে বাস করায় প্রতিনিয়ত আতঙ্ক গ্রাস করেছে তাদের। অন্যদিকে প্রতিটি পরিবারের একমাত্র উপার্জন পরের জমিতে দিন মজুরি খাটা, তাও নেই বললেই চলে। স্কুল বন্ধ ও উন্নয়নের ছাপ এই গ্রামে দেখা যায়না। নেই রাস্তা, নেই পানীয় জল, নেই কাছাকাছি কোন স্বাস্থ্য কেন্দ্র। তবু্ও কোন রকম একবেলা আধপেটা খেয়ে দিন যাপন করছেন ওই গ্রামের মানুষজন। সরকারি সাহায্য সেই অর্থে মেলেনি বললেই চলে। এই সংগঠনটি দরিদ্র পরিবারের শিশুদের হাতে খাতা, পেন, পেনসিল ও মাক্স তুলে দেয়।
