মঙ্গলবার দেশ জুড়ে উদযাপিত হলো ৭২ তম প্রজাতন্ত্র দিবস। সারা দেশের পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামেও জাতীয় পতাকা উত্তোলন করলেন নদীয়ার জেলাশাসক পার্থ ঘোষ। এরপর মাঠ প্রদক্ষিণ করে অভিবাদন গ্রহণ করেন নদীয়ার জেলা শাসক এবং কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ সুপার সুব্রত ঘোষ। বর্ণাঢ্য কুচকাওয়াজ সহ গান স্যালুট দেওয়া হয় এদিন নদীয়া জেলা পুলিশের পক্ষ থেকে। তবে এবারের কোভিড সতর্কতায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এবারের প্রজাতন্ত্র দিবসের নতুন সংযোজন তথা মূল আকর্ষণ ছিল পুষ্প প্রদর্শনী। এর পাশাপাশিই ৭২ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল নদিয়ার কল্যানীতেও। জাতীয় পতাকা উত্তোলন করেন কল্যানীর মহকুমা শাসক ও প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা। পাশাপাশি চলে স্কুলের ছাত্র ছাত্রীদের ক্যুচকাওয়াজ।