কয়েক সপ্তাহ আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল CBSC বোর্ড পরীক্ষার কথা ঘোযনা করেন। ২০২১ সালের মে মাসের ৪ তারিখ থেকে জুনের ১০ পর্যন্ত হবে বলে জানান। এই তথ্য জানাবার পরপরই বহু শিক্ষার্থী একটি পিটিশন দাখিল করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে এবছর সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হোক। পড়ুয়ারা জানান, তাদের আর্থিক সমস্যার জন্য অনেকেই অনলাইন ক্লাস করতে পারেননি। পড়াশুনোর দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই তাদের জন্য পরীক্ষা প্রস্তুতি ঠিকভাবে নেওয়া সম্ভব হয়নি। ফলে স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া বা সাধারণ নিয়মে পরীক্ষা দেওয়া অসুবিধে। ফলে ২০২১-এর সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিল করা হোক, দাবি করেছেন এক পিটিশন দাখিলকারী। বিকল্প উপায়ে কিছু ব্যবস্থা নেওয়ার কথাও জানান হয় পিটিশনে।
