কয়লা কেলেঙ্কারিতে মঙ্গলবার সকালে লেকটাউন বাঙ্গুর এর বাসিন্দা গণেশ বাগারিয়া বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান। সিবিআই সূত্রে জানা গেছে,অনুপ মাঝির ঘনিষ্ঠ পাঁচ ব্যবসায়ীর বাড়িতেও সিবিআই তল্লাশি চালায়। জানা গেছে,অনুপ মাঝির বাংলা ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় কয়লা পাচারে সহযোগিতা ও আর্থিক যোগান রয়েছে। গণেশ বাগারিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআই এর প্রাথমিক তদন্তে উঠে এসেছিল এই পাঁচ জন ব্যবসায়ী এর নাম। সিবিআই আধিকারিকরা মনে করছেন কয়লা পাচারে বহু প্রভাবশালী নেতা ও মন্ত্রীর জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে।
