লক্ষ্য একটাই, স্বচ্ছ ভারত, সুস্থ ভারত। আর এই করোনার আবহে সুস্থ সমাজ গড়ে তুলতে একাই সাফাইয়ের কাজ করেন দক্ষিণ ২৪ পরগণার এক মহিলা।
যেখানে রাস্তা থেকে ফুটপাত সর্বত্র একাই নিজের হাতে পরিষ্কার করে তিনি। ঠিক এমনই মানবিকতার চিত্র ফুটে উঠল সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং বাজারে। ক্যানিং বাজারের রাস্তাঘাট থেকে ফুটপাত সর্বত্র জায়গার নোংরা আবর্জনা একাই নিজের হাতে পরিষ্কার করে তা অন্য জায়গায় ফেলে আসছেন ওই মহিলা। আর ওই মহিলার হাতের কাজ দেখে খুশি ক্যানিং শহরের সাধারণ মানুষ। সূত্রের খবর, ক্যানিং চত্বরের এলাকাবাসীরা জানান, যে কাজ সাফাই কর্মীর করা দরকার সেই কাজ ওই মহিলা একাই নিজের হাতে করছেন তাও আবার বিনা পারিশ্রমিকে। আর ওই মহিলার কাজ দেখে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ এবং বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। জানা গিয়েছে, সকালের জল বিস্কুট থেকে শুরু করে দুপুরে ভাতের ব্যবস্থা করছেন ট্রাফিক পুলিশেরা। তবে ওই মহিলা ক্যানিং শহরের অজানা বাসিন্দা, কোথা থেকে এসেছেন কেউ জানে না। আর স্বচ্ছ ভারতের লক্ষ্যে দিনরাত এক করে কাজ করে চলেছেন ওই মহিলা।