বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে পুরো জানুয়ারি মাস পর্যন্ত শিয়ালদহ থেকে বাতিল করা হয়েছে আজমের এক্সপ্রেস ও হাওড়া-পাটনা এক্সপ্রেস। ১৬ ডিসেম্বর থেকে একই সময় পর্যন্ত বাতিল মালদহ-দিল্লি এক্সপ্রেস। ট্রেন বাতিলের ফলে কার্যত অসুবিধার মধ্যে পড়েছেন যাত্রীরা। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এখন কুয়াশার মরশুম। কুয়াশায় ট্রেনের গতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে হয়। কুয়াশার দাপট বাড়ার সঙ্গে লোকাল ট্রেনে বিলম্ব বাড়ে। দৃশ্যমানতার অভাবে সিগন্যাল দেখা যায় না। এজন্য ফগ সিগন্যাল পাঠানো হয়।
