২০২১ শের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রের খবর, গত ২৭শে নভেম্বর জনসনের সঙ্গে ফোনালাপের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এদিন অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতি এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, ২০২০ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারো।
