শনিবার রাতে অন্ধকারে ডুবল পাকিস্তানের একাধিক প্রদেশ সহ শহর। রাত ১১ টা ৪৫ নাগাদ হঠাৎই ব্ল্যাকআউট হয়ে যায় গোটা দেশ। বিদ্যুৎ সংযোগ চলে যায় করাচি লাহোর ইসলামাবাদ সহ ১১৪টি শহরে। বিদুত্ সংযোগের সাথে সাথেই বন্ধ হয়ে যায় টেলি যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা। এমনকী বেশ কিছু হাসপাতাল এবং বিমানবন্দরেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে জানা গেছে, রবিবার সকালে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হলেও এখনও বেশ কিছু জায়গায় বিদ্যুৎ নেই।
