শনিবার হুগলী জেলার কোন্নগরের অন্তর্গত জোড়াপুকুর থেকে চাঁপদানি পর্যন্ত, একটি পথসভার আয়োজোন করা হয় বিজেপির তরফ থেকে। এই পথসভায় তৃণমূল কংগ্রেস কালোপতকা দেখানোর পাশাপাশি পথসভা শেষে ঐ জায়গা শুদ্ধিকরণের জন্য, ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া, গোবর জল ছিটানো এবং হরিধনিও সেওয়া হয়। সেদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন সাংসদ সৌমিএ খাঁ, কাঞ্চনা মিএ এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু সহ অন্যান্য সদস্য-গণ।
