মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ শিল্পের প্রতিবাদে পথে বিজেপি যুবমোর্চার সদস্যরা। শেওড়াফুলি ফাঁড়ির পাশে বিজেপি যুবমোর্চার পক্ষ থেকে চপ ভেজে, ঝাল মুড়ি বিক্রি করে চলে প্রতিবাদ। প্রায় ২০০ জন পথ চলতি মানুষকে খাওয়ালেন বিনা মূল্যে চপ,ঝাল মুড়ি। বিজেপির দাবি, পশ্চিমবঙ্গে কোন শিল্প নেই। শিক্ষিত বেকার যুবকরা হাহাকার করছে আর সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে চপ নিয়ে বসতে। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শেওড়াফুলি যুব মোর্চার পক্ষ থেকে বেকার শিক্ষিত যুবকরা রাস্তায় চপ নিয়ে বসেছে। তাদের অভিযোগ, ৯ বছরে রাজ্যে কোন চাকরি নেই, নাই কোন শিল্প হয়েছে পশ্চিমবঙ্গে। তারই প্রতিবাদ জানাতে শিক্ষিত বেকার যুবকেরা রাস্তায় চপ ভাজতে বসেছে।
