সামনেই পুজো। তার মধ্যে একের পর এক বড় চমক দিয়ে চলেছে রাজ্য সরকার। রাজ্য এবার গুরুত্ব দিতে চলেছে তথ্য প্রযুক্তি কর্মীদের। মাননীয়া মুখ্যমন্ত্রীর ঘোষনা,এবার থেকে আর কোনও এজেন্সির মাধ্যমে নয়, সরাসরি তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়োগ করবে রাজ্য সরকার ৷ সেই সিদ্ধান্তের কথা শুক্রবার নিজেই ট্যুইটারে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর বেসরকারি এজেন্সির মাধ্যমে নয়, এবার থেকে সরাসরি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। পাশাপাশি ওই চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীরা সমস্ত সরকারি সুযোগসুবিধা পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
