আর কিছুদিনের মধ্যেই আমেরিকার প্রসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জো বিডেন। এখন চলছে ক্ষমতা হস্তান্তরের পালা। তার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিডেন। তাঁর বক্তব্য, জাতীয় নিরাপত্তা সংস্থাগুলির ট্রাম্পপন্থীরা পালা বদলের প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন। এর ফলে দেশের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিডেনকে জেতাতে ভোটে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
