বাংলা আমাদের দেশপ্রেম শিখিয়েছে। বাংলা থেকেই জাতীয় সঙ্গীত পেয়েছি। নেতাজির জন্মদিনে এভাবেই ভিক্টোরিয়া থেকে বাংলার জয়গান গাইলেন নরেন্দ্র মোদি। তাঁর মুখে আরও একবার শোনা গেল বাংলা কথা। পাশাপাশি তিনি এও বলেন, নেতাজির নাম শুনলেই আবেগতড়িত হই। শক্তিসঞ্চারিত হয়। নরেন্দ্র মোদি বলেন তাঁর বক্তিতায় এও বলেন, পরাক্রম ও প্রেরণার প্রতীক নেতাজি। মোদির আশ্বাস প্রতিবছর পরাক্রম দিবস পালিত হবে। তিনি বলেন, শ্রদ্ধা জানাই নেতাজির মাকে। নেতাজিকে উদ্ধৃত করে তিনি বলেন, বিশ্বে এমন কোনও শক্তি নেই যে ভারতকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতে পারবে। নরেন্দ্র মোদির পাশাপাশি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জয় শ্রীরাম ধ্বনি ওঠায় প্রতিবাদে গর্জে ওঠেন মমতা। বলেন,”কাউকে ডেকে অপমান করা উচিত নয়। তাই তিনি অনুষ্ঠানে কোন বক্তব্য রাখেননি।
