করোনার নয়া স্ট্রেন নিয়ে আতঙ্কে সারা বিশ্ব। ইতিমধ্যেই কলকাতাতেও মিলেছে করেনার নয়া স্ট্রেনের হদিশ। লন্ডন থেকে কলকাতা ফেরা এক যুবকের শরীরে করেনার নয়া এই ধরনের হদিশ মেলে। করোনার এই নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কের মধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ৫০টি আলাদা বেডের ব্যবস্থা সহ বিশেষ একটি ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা করোনার নতুন স্ট্রেন নিয়ে মোকাবিলা করতে সক্ষম হতে পারেন।
