রাজ্যের প্রত্যেক বিধানসভার মতো নদীয়ার শান্তিপুরে সোমবার থেকে শুরু হল বঙ্গধ্বনী যাত্রা। বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য, অরবিন্দ মৈত্র, প্রেমাংশু নন্দী সহ প্রায় ৭০-৮০ জন কর্মী এই যাত্রায় অংশগ্রহন করেন। এই সময় রাস্তার দু’পাশ থেকে শতাধিক মানুষ কাউন্সিলর এবং পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়কের
কাছে। বেশিরভাগ ক্ষেত্রেই নিকাশি ব্যবস্থা, অনিয়মিত জঞ্জাল সাফাই, পৌরকর্মী এবং কাউন্সিলরদের অসহযোগী আচরণ নিয়ে একাধিক ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান “কিছুদিন আগে শান্তিপুর ডাকঘর মোড়ে রাস্তার উপরে বসে ছিলাম শুধু মাত্র, প্রকৃত গৃহহীনের সন্ধানে। সেখানে ছয় শতাধিক, এমন পরিবারের নাম লিপিবদ্ধ করে বিভাগীয় দপ্তরে পাঠিয়েছি, আশা রাখি অতি শীঘ্রই সুরাহা মিলবে তাদের।”
