ভ্যাকসিন সারা বিশ্ব এখনও ছড়িয়ে পরেনী তার মধ্যেই লন্ডনে দেখা মিলেছে এক নতুন ধরনের কোভিড-১৯ ভাইরাসের। যা এতদিনের চেনা ভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। এই পরিস্থিতিতে সমস্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। নয়া ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সৌদি প্রশাসন সূত্রে খবর, আপাতত এক সপ্তাহের জন্য সমস্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে। পরবর্তীতে পরিস্থিতি একইরকম উদ্বেগজনক থাকলে আরও এক সপ্তাহ তা বাড়ানো হতে পারে। পাশাপাশি, যাঁরা শেষ তিনমাসে এই দেশগুলোতে গিয়েছেন, তাঁদেরও কোভিড পরীক্ষা করতে বলা হয়েছে। শুধু আকাশপথে নয়, জলপথ এবং স্থলপথেও দেশের সীমানা বন্ধ করেছে সৌদি আরব প্রশাসন। একটি বিবৃতি জারি করেই এই ঘোষণা করেছে তারা।
