ভ্যাকসিন ছাড়া করোনার হাত থেকে রেহাই নেই। এমনই ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তাই সারা বিশ্বের একাধিক দেশ করোনা ভ্যাকসিন আবিষ্কারের জন্য দিন-রাত এক করে চেষ্টা চালাচ্ছে। তবে কবে নাগাদ করোনার টিকা বাজারে আসবে তা নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না। আজ সানডে সংবাদে স্বাস্থ্য মন্ত্রী করোনার টিকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবেন বলে জানা গেছে। তিনি নিজেই টুইট করে একথা জানিয়েছেন। ২০২১-এর শেষের দিকে ভারতে করোনা টিকা আসতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারও তেমনই ইঙ্গিত দিয়েছে। তবে আজ স্বাস্থ্য মন্ত্রী জানাবেন, কবে নাগাদ ভারতবাসী করোনার টিকা হাতে পাবে!
