গোপনে মদ বিক্রি করার অভিযোগে গ্রেফতার এক যুবক। নাম হারুণ মণ্ডল,বয়স ২৪। ধৃত ওই ব্যক্তির বাড়ি জানা গিয়েছে সোনাকানিয়া দর্জিপাড়ায়। হাবরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে নতুনহাট বাজার থেকে গ্রেফতার করে তাকে। পুলিশের কাছে অভিযোগ আসে হারুন দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে দেশী মদ বিক্রি করছিল এবং সমাজের ভারসাম্য নষ্ট করছে। মঙ্গলবার ধৃতকে বারাসাত মহকুমা আদালতে তোলা হয়।
