এবার রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর জামিনের মেয়াদ বাড়ানো হল। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যতদিন না বম্বে হাই কোর্ট তাঁর ও বাকি দুই অভিযুক্তের আবেদনের নিষ্পত্তি করছে ততদিন তাঁদের জামিন বলবৎ থাকবে। ১১ নভেম্বর জামিন পেয়েছিলেন অর্ণব গোস্বামী। সূত্রের খবর, আদালত জানিয়েছে ফৌজদারি আইন যেন নির্দিষ্ট ক্ষেত্রে হয়রানির অস্ত্র না হয় এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট এবং নিম্ন আদালতকেও। কারো ব্যক্তি স্বাধীনতা হরণ করা কাম্য নয় বলে জানিয়েছে শীর্ষ আদালত। অর্ণব গোস্বামীকে জামিন দেওয়ার বিষয়টিও পরিষ্কার করে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন অভিযুক্ত কোনও প্রমাণ লোপাট বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। তিনি জানান জামিন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলিই বিবেচিত হয়ে থাকে।
