ফের বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী। মুম্বই পুলিশের তদন্তে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে তদন্তের দায়িত্ব সিবিআই কিংবা অন্য কোনও সরকারি সংস্থাকে দেওয়ার আবেদন জানিয়েছেন অর্ণব গোস্বামী। বম্বে হাইকোর্টে আগামী ১০ই ডিসেম্বর অর্ণব গোস্বামীর আবেদনের শুনানি হবে বলে জানা যাচ্ছে। ২০১৮ সালের একটি আত্মহত্যার মামলায় গ্রেফতার করা হয়েছিল অর্ণব গোস্বামী। মূলত তাঁর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠে। গ্রেফতারির পর সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছিল অর্ণব গোস্বামী।
