করোনার আবহের মধ্যেই দোসর আমফান। ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলার দিকে এই পরিস্থিতির মধ্যে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি নবান্নের সাংবাদিক বৈঠক করে জানান বুধবার বেলা বারোটা থেকে বৃহস্পতিবার সকাল 10 টা পর্যন্ত কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। তিনি নিজেও বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নবান্নে থাকবেন। কন্ট্রোল রুমে উপস্থিত থেকে পরিস্থিতির দিকে নজর রাখবেন। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী।