ময়ূরেশ্বর থানার কোটাসুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘উপহার’। বছরের প্রতিটা দিনই মানুষের পাশে থেকে তাদের সেবা করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁদের কর্মকান্ড এলাকার মানুষের মুখে হাসি ফুটিয়েছে৷ দুঃস্থ মানুষেরা ‘উপহার’-এর উপহারে দুবেলা খাবার পেয়েছে, পোষাক পরিধান করেছে৷ তাই এই দুঃসময়ে দরিদ্র মানুষজনদের পাশে দাঁড়াতে ১৯ মে বীরভূমের ময়ূরেশ্বর থানার কোটাসুরে বিনামূল্যে বাজার খুলেছে ‘উপহার’৷ যেখানে এলাকার দরিদ্র মানুষেরা এসে প্রয়োজন মত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন৷ কোটাসুরে প্রায় ২০০ জন মানুষ ইচ্ছামত বাজার করলেন এদিন৷ এদিন বাজারের শুভ উদ্ধোধনে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন অাধিকারিক অর্নব প্রসাদ মান্না, ময়ূরেশ্বর থানার অাধিকারিক তাপাই বিশ্বাস, কুন্ডলা পঞ্চায়েত প্রধান সুমন্ত পাল, এলাকার বিশিষ্ট মানুষ অানন্দ গোপাল গঁড়াই, কোটাসুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন দাস সহ বিশিষ্ট গুনী জনের একাংশ৷ অন্যদিকে, মহম্মদ বাজার থানার মুরগাবনী অাদিবাসী পল্লীতে ‘উপহার’-এর উদ্যোগে চলেছে বিনামূল্যে বাজার৷ ওখানেও দরিদ্র মানুষেরা এসে বাজার করছেন সম্পূর্ণ বিনামূল্যে৷ একই দিনে উপহারের উদ্যোগে দু’জায়গাতেই চলে বিনামূল্যে বাজার৷ এই দুর্ভিক্ষের দিনে এরকম ভাবে দরিদ্রদের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে ‘উপহার’ তাঁদের মুখে হাসি ফুটিয়েছে। হাসি মুখে বাজার করছেন তাঁরা৷ এভাবেই ‘উপহার’ তাদের কর্মকান্ডে এগিয়ে চলেছে৷